বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগতিতে প্রস্তুতিমূলক সভা 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৫
রামগতিতে প্রস্তুতিমূলক সভা 
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রামগতিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ শাহেদ আলী পটু, উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন বাবলু, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ মুর্তুজা আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার, পুলিশ পরিদর্শক তদন্ত কার্তিক চন্দ্র বিকাশ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপজেলা প্রশাসনের অফিসারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভাপতি বলেন বাংলা নববর্ষের ঐতিহ্যকে লালন করতে হবে তার জন্য নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে, আমরা উপজেলা উদ্যোগে শোভাযাত্রা মেলার আয়োজন থাকবে, আপনাদের শ্বতঃপুর্ত অংশ কামনা করছি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে