বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধনবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২৫, ১১:৩৬
ধনবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা।

সভায় বক্তরা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপিত করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী মেলার মাঠের পাশে এস এসসি পরীক্ষা কেন্দ্র হওয়ার কারণে দুপুর ২ টা থেকে বৈশাখী উৎসবের কার্যক্রম শুরু হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে