বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৫৭

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২৫, ১৪:২৯
আখাউড়ায় এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৫৭
ছবি: যায়যায়দিন

সারাদেশের ন্যায় আজ (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবছর আখাউড়া উপজেলায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৩৩০ বেশি। আখাউড়ায় শান্তিপূর্ণভাবে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৫৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে নারী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। প্রস্তুতির অভাব, বিয়ে, অসুস্থতা ইত্যাদি কারণে অনুপস্থিতি বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর আখাউড়া উপজেলার ১৬টি মাধ্যমিকের বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১৮২৬। এরমধ্যে প্রথম দিনের পরীক্ষার্থী ছিল ১৫৯৩। অনুপস্থিত ৩৮ জন। আখাউড়ার ৭টি মাদরাসাসহ সদর উপজেলার কোড্ডা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ৪১০। প্রথম দিনের পরীক্ষার্থী ৪০৩ জন। অনুপস্থিত ১৭জন। ১টি সরকারি টেক্সটাইল ভোকেশনালের ৯৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে ১ম দিনের পরীক্ষার্থী ছিল ৯২জন। অনুপস্থিত ২।

সূত্রে আরও জানা গেছে, উপজেলার ৫টি কেন্দ্র এবং ৩টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো- রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আখাউড়া টেকনিকেল মাদরাসা, মোগড়া উচ্চ বিদ্যালয়, মুনলাইট কিন্ডার গার্টেন, ছতুরা চান্দপুর উচ্চ বিদ্যালয় এবং ছতুরা চান্দপুর সর: প্রাথমিক বিদ্যালয়। এরমধ্যে রেলওয়ে স্কুল ও নাছরীন নবী ভেন্যু কেন্দ্রে অনুপস্থিত ১৩জন, মোগড়া উচ্চ বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্রে ২০ জন এবং ছতুরা চান্দপুর স্কুল কেন্দ্রে ৫ জন। অপরদিকে, আখাউড়া টেকনিকেল মাদরাসা কেন্দ্রে অনুপস্থিত ১৭ জন এবং ভোকেশনাল কেন্দ্রে অনুপস্থিত ২ জন।

আখাউড়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুপস্থিত পরীক্ষার্থীর কেউ কেউ প্রবেশ নিয়েও পরীক্ষায় দেয়নি। আবার কেউ কেউ প্রবেশপত্র নেয়নি। প্রাথমিকভাবে ধারনা করছি, প্রস্তুতি ভালো না থাকায় তারা পরীক্ষায় অংশ নেয়নি। তাছাড়া মেয়েদের বিয়ে হওয়া এবং ছেলেদের বিদেশ গমন, অসুস্থতা ইত্যাদি কারণেও অনুপস্থিত হতে পারে। বিদ্যালয়গুলোকে এ ব্যপারে খোঁজ খবর নিতে বলা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে