ফেনীর পরশুরামে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর নির্দেশে ও পরশুরাম গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আবু তালেবের সহযোগিতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পরশুরাম গার্লস হাই স্কুল ও পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবুর নেতৃত্বে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছফাকুছ সামাদ রনি, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা উদ্দিন ভূঁইয়া রুবেল, জেলা ছাত্রদলের সদস্য ইউসুফ হোসেন সুফল, উপজেলা ছাত্রদল নেতা রাহুল, কলেজ ছাত্রদল নেতা মিদুল, আরিফুল ইসলাম, মোঃ রুবেল, নয়ন , জিহাদ , ইউনিয়ন ছাত্রদল নেতা নিরব প্রমুখ।
যাযাদি/ এসএম