ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে সর্বস্তরের ইসলামপ্রিয় জনতার অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিলটি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এর মাঠ থেকে বের হয়ে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন, স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন,ইসরাইলি পণ্য বয়কট বয়কট স্লোগান সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেকের জাগরণ প্রয়োজন। সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে । নিরপরাধ নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা কোনোভাবেই মানবতাবিরোধী অপরাধের বাইরে নয়। এ সময় পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামি চিন্তাবিদ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আয়োজনে নেতৃত্ব দেন সর্বস্তরের ইসলামপ্রিয় চামটা ইউনিয়নের জনতা।
যাযাদি/ এসএম