শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে ইসলামপুরে বাংলা নববর্ষ উদযাপন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৪:২১
বর্ণাঢ্য আয়োজনে ইসলামপুরে বাংলা নববর্ষ উদযাপন
ছবি : যায়যায়দিন

সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে সোমবার ১৪এপ্রিল ইসলামপুরে বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, ছাত্রদল, বিভিন্ন ক্লাব/পাঠাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ রেজোয়ান ইফতেকার, উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপি'র সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপি'র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, সাবেক কাউন্সিলর মাহাবুবুল আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে