বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পহেলা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী আয়োজন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি চর রাজিবপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিশু পার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফজলে এলাহী বৈশাখী স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণ কারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
বিভিন্ন স্টলে সভা পাচ্ছিল হস্তশিল্প, পিঠা-পুলি, স্থানীয় খাদ্যদ্রব্য ও শিশুদের আকর্ষণীয় খেলনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব বেলাল হোসেন সরকার,চর রাজিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুব রসিদ মন্ডল, চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব আমাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং জাতিগত ঐক্য গড়ে তোলে। সকলের সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।”
চর রাজিবপুর বাসী এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিবছর এমন উৎসবমুখর পরিবেশে নববর্ষ পালনের আশা প্রকাশ করেন।
যাযাদি/ এমএস