ভোলায় মাদক ব্যবসায়ীদের থেকে জব্দ ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করলো কোস্টগার্ড দক্ষিণ জোন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইজ ভোলার মাঠে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ, ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান ও ব্যাব-৮ এর সদস্যদের উপস্থিতিতে ইয়াবা ধ্বংস করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে কোস্টগার্ড দক্ষিন জোন ও র্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশী করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনকে রক্ষিত ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশ প্রদান করেন।
ওই নির্দেশে বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনস্ত বিসিজি বেইজ ভোলার মাঠে ওই ইয়াবা ধ্বংস করা হয়।
যাযাদি/ এমএস