বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে বিএনপির যৌথসভা 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪২
ফুলবাড়ীতে বিএনপির যৌথসভা 
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম।

যৌথ সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলনের সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান (জামান)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি উপদেষ্টা অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি)।‌ বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আবুল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ভিপি নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল,সহ-সভাপতি আইনুল হক মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছার রহমান সরকার নবাব, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চলসহ বিএনপির সকল অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে বিকাল থেকে নেতা-কর্মিরা দলে দলে মিছিল যৌথসভায় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মিরা যোগদান করেন, হাজার হাজার নেতা-কর্মির পদচারনায় জনসভায় পরিনত হয়, বিএনপির যৌথসভা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে