শুধু জান্নাতি নয় সমাজে এই ধরনের ভয়ংকর অপরাধ সংঘটিত হলেই আপনারা সাংবাদিক সত্য সংবাদের মাধ্যমে সাদাকে সাদা হিসেবে কালোকে কালো হিসেবে তুলে ধরবেন।
কালোদের চেহারা সমাজে তুলে ধরবেন যাতে ওদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়।
ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করবে তাদের সমাজ থেকে বয়কট করবেন।
শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের কার্যক্রম আমরা খুব দ্রুত সময়ে দেখতে চাই। বিচার হতে হবে সঠিক বিচার হতে হবে কঠিন বিচার হবে দ্রুত বিচার হতে হবে। বিচার যখন লম্বা হয় বিচার তখন হারিয়ে যায় বিচার কার্যকর হয়েছে এবং শাস্তি নিশ্চিত হয়েছে এটা আমরা দেখতে চাই। আমরা দেশে প্রচলিত আইনের মাধ্যমে খুব দ্রুতএই বিচারকাজ দেখতে চাই।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে ধর্ষণ ও হ'ত্যা'কা'ন্ডের শিকার জান্নাতির পরিবারের সাথে সাক্ষাৎতেলালমনিরহাট বুড়িমারী মহাসড়ক কে গাড়ি দাড় করে সংক্ষিপ্ত সমাবেশে এ সব কথা বলেন বাংলাদেশ জামায়াতের আমির ড. শফিকুর রহমান।
যাযাদি/ এমএস