শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জেসমিন প্রকল্পের উদ্যোগে নারী-পুরুষের সমতা সম্পর্ক বিষয়ক প্রচারণা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৪:৫২
জেসমিন প্রকল্পের উদ্যোগে নারী-পুরুষের সমতা সম্পর্ক বিষয়ক প্রচারণা
ছবি: যায়যায়দিন

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও উৎপাদক দলের সদস্যদের স্বামীসহ শতাধিক ব্যক্তিবর্গ নিয়ে নারী পুরুষের সমতা সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী গ্রামের ফিরোজ মন্ডল এর বাড়িতে এলাকাবাসীদের নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় নারী পুরুষের সমতা সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রচারণা সভায় গৃহস্থালির কাজে এবং শিশুদের লালন পালনে পুরুষের অংশগ্রহণকে উৎসাহিত করা, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, অর্থনৈতিক কাজে নারীদের অন্তর্ভুক্তকরণ, পরিবারের সকল সদস্য মিলে পুষ্টিকর খাবার ভাগাভাগি করে খাওয়া ও পারিবারিক সহিংসতা কমিয়ে আনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক বিএডিসি'র কর্মকর্তা মোঃ জহরুল হক, ব্যাংকার মোঃ শাহ আলী, শিক্ষিকা হোসনেআরা, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ আরো অনেকে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে