শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জামালপুরে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৫:৩১
জামালপুরে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন
ছবি: যায়যায়দিন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে জামালপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) জামালপুর শাখা এই কর্মসূচির আয়োজন করে। এর আগে মিছিলটি নার্সিং কলেজ থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জয়নাল আবেদীন সোহান, লাভলু হোসাইন, ইব্রাহিম, মোহাম্মদ তাওহীদ, শাহনাজ পারভিন, তৃষা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার এক দফা দাবি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে