লালমনিরহাটের কালীগঞ্জে সাংবাদিক শাহিনুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। সোমবার ২১ এপ্রিল দুপুরে লালমনিরহাট মিশন মোড়ে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সভা থেকে সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
তিনি আরো বলেন, সাংবাদিক শাহিনুর রহমান শাহিনকে কালিগঞ্জ ইউপি উচ্চ বিদ্যালয় মাঠে জামাতের একটি প্রোগ্রামে কর্তব্যরত অবস্থায় গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অবিলম্বে তার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃস্বার্থ মুক্তির দাবি জানাই।'
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন , বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন, কালিগঞ্জ উপজেলা, শাখার সভাপতি, ডা: নুরুজ্জামান আহমেদ, এশিয়ান টিভির লালমনিরহাট প্রতিনিধি নিয়ন দুলাল সহ জেলা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে ৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কালীগঞ্জ থানার সহায়তায় রংপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।
শাহিনুর ইসলাম শাহিন কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের একরামুল হোসেনের ছেলে। তিনি দৈনিক ভোরের কথা ও আইপি টিভি সিএনএন বাংলার লালমনিরহাট প্রতিনিধি।