সিরাজগঞ্জের চৌহালীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম,কৃষিবিদ সাব্বির আহমেদ সিফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা পরিসংখ্যান (ভার:) অফিসার মো: সোহেল রানা, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলাল,খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু,আইসিটি কর্মকর্তা শম্পা কর্মকার, বাঘুটিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশাদ আলী, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও সিএ মো. ইউসুফ আলী প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া এবং গ্রাম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্ব-স্ব চেয়ারম্যানগণ।
যাযাদি/ এসএম