শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মধ্যনগরে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১  

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৬
মধ্যনগরে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১  
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রূপনগর গ্রামের এক মাদক কারবারিকে কয়েক ধরনের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দিন গত রাত সাড়ে ৯টার দিকে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনায়, পুলিশ অভিযান পরিচালনা করেন।

এসময় এসআই ইউসুব আলী, এএসআই মোঃ মহিনুর, এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে রূপনগর এলাকা হইতে ২০০ গ্রাম গাঁজা,২০পিচ ইয়াবা,২ বোতল ভারতীয় মদ সহ রূপনগর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মোঃ মহিম উদ্দিন এর ছেলে মোঃ শফিকুল ইসলাম শফিক (৩৫) কে আটক করেন এবং মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। যার নং-০৮ তাং-২৭/০৪/২৫খ্রিঃ ধারা-৩৬(১) সারণীর ১০(ক) ১৯(ক) ২৪(ক) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রজু করা হয়। পরবর্তীতে উক্ত ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে