নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ২ ও ৭ সং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন ওই এলাকার হাজারো ভুক্তভোগী।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় পৌর গেটে নাটোর-পাবনা মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে জলাবদ্ধতা নিরসন ও সৃষ্ট সমস্যা তুলে ধরে বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান মৃধা, সাবেক কাউন্সিলর আবুল কালাম, আতাউর রহমান মৃধা, আকলিমা বেগম এবং সমাজ প্রধান আফসার আলী, মানিক মিয়া, মোবারক হোসেন প্রমূখ। বক্তারা আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।