শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত মৃতদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১২:০৫
ঈশ্বরদীতে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত মৃতদেহ উদ্ধার
ছবি: যায়যায়দিন

পাবনার ঈশ্বরদীতে অপহরনের কয়েক ঘন্টা পর ব্যবসায়ীর গলাকাটা দ্বি-খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। সোমবার ২৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার উমিরপুর এলাকাধীন রেললাইনের উপর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা (৫৫) উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের কাদেরের মোড়ের মৃত দেলবার হোসেনের ছেলে। বাদশা পেশায় মুদি ব্যবসার পাশাপাশি আঞ্চলিক ভাবে জমি ক্রয় বিক্রয় করতেন।

নিহত বাদশার পরিবারের সদস্যদের দাবি অপহরনের পর দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে দূর্বৃত্তরা তাকে হত্যা করে তার মৃতদেহটি রেল লাইনের উপর ফেলে গেছে।

নিহতের পরিবার এবং তার ছেলে মিঠুন জানান, ‘ঘটনার দিন রাত আনুমানিক ৮ টার দিকে তার বাবা দোকানেই ছিল। এমন সময় কে কে বা কাহারা কথা বলার আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৮ টা নাগাদ বাড়িতে মোবাইল ফোনে কল করে বাবা বলেন আমাকে চোখ বেধে অটোতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। এমন কথা শুনে আমরা দ্রুত থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি। পরে খোজাখুজির এক পর্যায়ে উল্লেখিত স্থানে একজনের গলাকাটা লাশ পড়ে আছে এমন খবর পেয়ে ছুটে গিয়ে দেখি বাবার কলাকাটা দ্বি-খন্ডিত লাশ পড়ে আছে। ‘

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি জিয়াউর রহমান জানান, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে