বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩১
উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙনের কবল থেকে পাঁচটি ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে বড়াকোঠা ইউনিয়নের নারিকেলি এলাকায় এ মানববন্ধনে শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নেয়।

বিএনপি নেতা এসএম আলাউদ্দিনের সভাপতিত্বে এবং মো. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, নদীভাঙনে উজিরপুর-সাতলা সড়ক ও আশপাশের স্কুল, কলেজ, মাদ্রাসা হুমকির মুখে পড়েছে। কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে।

তাঁরা অবিলম্বে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এবং দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে