বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে বসতবাড়িতে দুর্বৃত্তের হামলা: ভাংচুর-লুটপাট, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০১
মুন্সীগঞ্জে বসতবাড়িতে দুর্বৃত্তের হামলা: ভাংচুর-লুটপাট, আহত ১
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের উওর চরমশুরা গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় ১০টি ঘরবাড়ি, ২ টি বিল্ডিং ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ সময় আহমদুল্লাহ্ ভূইয়া (৪০) নামে একজন পিটিয়ে আহত করা হয়েছে। এতে আবার চরাঞ্চলের উওর চরমশুরা গ্রামে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮ টার দিকে সদর উপজেলা চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামে সোহেল মিজি, রজ্জব মিজি, রঞ্জু মিজি, নিরব মিজি সহ ৩০/৩৫ জন সংর্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় সৌদি আরব প্রবাসী আদম আলী মোল্লা, শাজাহান ভূইয়া, সাইফ আলী, হাকিম ভূইয়া, মঞ্জিল ভূইয়া সহ ১০ টি বাড়ি হামলা চালায়।

সরেজমিন বুধবার বেলা ১১ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামে ঘুরে হামলায় ভাংচুরের সত্যতা দেখা গেছে। প্রবাসী আদম আলীর তালাবদ্ধ বিল্ডিংয়ের সবগুলো কাঁচের জানালা ভেঙে ফেলা হয়েছে। শাহজাহান ভূইয়ার দোতলা বিল্ডিংয়ের গেইট ভাঙা দেখা গেছে। আর অন্যান্যদের ঘরবাড়ি টিনের বেড়া ভাঙ্গাচুড়া দেখা যায়। ভুক্তভোগীদের বাড়িঘর পুরুষ শুন্য।

প্রবাসী আদম আলীর স্ত্রী রিঙ্কি আক্তার বলেন, আমি বাড়িতে থাকি না। স্বামী প্রবাসে থাকে। তারা আগে দল করতো। তারজন্যই আমার ঘরবাড়ি ভাংচুর করছে। সকালে দেখতে আসছি৷ আদম আলীর বড় বোন রাহেলা বেগম বলেন, রঞ্জুরা আমার ছোট ভাইয়ের বাড়িতে ভাংচুর করছে। আমি ওগো ভাংতে না করছি। ওরা শুনে নাই।

ভুক্তভোগী মঞ্জিল ভূইয়ার মেয়ে মুক্তা আক্তার বলেন, আমার বাবা কৃষক। আমাদের বাড়িতে সাবেক চেয়ারম্যান এর বাড়ি হওয়াতে আমাদের ঘরে ওরা ভাংচুর করছে। এরআগে আমার ছোট ভাইকে মারছে ওরা৷ আমরা কি? বিচার পামু না।

ভুক্তভোগী শাজাহান ভূইয়ার মেয়ে সুইটি আক্তার বলেন, ওরা আমাদের বিল্ডিংয়ের গেইট ভেঙে ভিতরে ঠুকে আমার বড় ভাই আহমদুল্লাহকে মারধর করছে। আমাদের ঘরে থাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করছে। এদিকে, অভিযোগের বিষয়ে জানতে সোহেল মিজির মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

এ ব্যাপারে সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে