বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে কাপড় কাটা কাঁচি দিয়ে খুচিয়ে কিশোরকে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৮:২১
কেরানীগঞ্জে কাপড় কাটা কাঁচি দিয়ে খুচিয়ে কিশোরকে হত্যা
ছবি: যায়যায়দিন

দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় হাসান(১৫) নামের এক কিশোর কাপড় কাটার কাঁচির আঘাতে মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মাজহারুল ইসলাম।

নিহত হাসান শরীয়তপুরের কাঁজিরহাট থানাধীন লখাই কাঁজির কান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার(২৯ এপ্রিল) রাত সাড়ে দশটায় ফারিয়া প্লাজার সোনিয়া গার্মেন্টসের ভেতর এই ঘটনা ঘটে।

নিহত হাসানের পিতা বাদী হয়ে থানা মামলা করলে রিফাত (১৫) নামের এক কিশোরকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান ও রিফাত একই কারখানায় কাজ করতো ও সেখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একে অপরকে মা-বাবা তুলে গালি দেয়ায় রিফাত ক্ষিপ্ত হয়ে কাপড় কাটার কাঁচি দিয়ে হাসানকে আঘাত করে।

এসময় হাসানোর চিৎকারে আশেপাশের শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এবিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

নিহতের পিতা আনোয়ার হোসেন বাদী রিফাতকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে