বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে বন্ধ ঘরে ঝুলছিল যুবকের লাশ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৯:১৭
শ্রীপুরে বন্ধ ঘরে ঝুলছিল যুবকের লাশ
প্রতীকি ছবি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়ির কক্ষ থেকে সাকিব হোসেন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলের দিকে ওই এলাকার মাইনুদ্দিনের বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার হয়।

সাকিব হোসেন (২৩) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়পুর গ্ৰামের মোঃ ফজল মিয়ার ছেলে। তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কক্ষ ভাড়া নিয়ে থাকতেন সাকিব হোসেন। বুধবার সারাদিন তার কক্ষটি ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। তিনি ঘরের বাইরে বের হচ্ছেন না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শাকিব হোসেনের নিথর দেহ ঝুলে আছে। এরপর তারা পুলিশকে খবর জানান। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, ' ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক ধারনা, এটি আত্মহত্যা। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে