মৌলভীবাজার থানার হত্যা মামলার পলাতক ও মোট ১০টি মামলার আসামী বজলু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে র্যাবের তরফ থেকে বিষয়টি নিশিত করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সদর মডেল থানার মামলা নং-০১/৫৭, তারিখ-০২/০৩/২০২৫ইং, ধারা-১৪৩/৩০২/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হত্যা মামলার এজাহারনামীয় ২নং ওই পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বজলু মিয়া উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের বিন্নি গ্রামের জিলদার মিয়ার পুত্র।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
যাযাদি/ এম