বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নাচোলে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৩৬
নাচোলে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইফফাত জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টারের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নাচোল গোডাউন পাড়ায় প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক এবাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাচোল মহিলা কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নুর কামাল, বিশেষ অতিথি ছিলেন, এনআরবিসি ব্যাংক নাচোল শাখার ম্যানেজার মাহফুজুর রহমান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নাচোলের বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার জাহান বাবুল, আব্দুল ওয়াহাব ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী আইউব আলী।

জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক এবাদ আলী জানান, সেন্টারের ২০ জন ছাত্রের মধ্যে জাপানে উচ্চশিক্ষার জন্য ফারুক হোসেন ও জাহিদ হাসান জাপানের ভিসা প্রাপ্তির পর তাদের মাঝে জাপানের ভিসা ও ভাষা শিক্ষার সনদ হস্তান্তর করা হয়। তারা জাপানের হিরোশিমা সিমোনসেকি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তির আমন্ত্রণ পেয়েছেন।

যাাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে