পাবনার ঈশ্বরদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে ) সকাল ৯ ঘটিকায় ঈশ্বরদীতে এ দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ অন্যান্য সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা শহরের আলহাজ্ব মোড় গোল চত্ত্বরে মিলিত হয়ে একাধিক র্যালী নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের রেলগেটস্থ বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান প্রমূখ।