নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সীতাকুণ্ড উপজেলা তথ্য কেন্দ্রের আপার ১২০ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল গ্রামে "তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন" এই বৈঠকটি নারীদের আইনি, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।
বুধবার বিকেলে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল গ্রামের শিকদার বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানের মূল আয়োজক তথ্যসেবা কর্মকর্তা আসমাউল হুসনা তন্বীর সভাপতিত্বে ও উদ্যোগক্তা মোঃ সোহেল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে বলেন,উপজেলা তথ্যসেবা কেন্দ্র থেকে বিনামূল্যে গ্রামীন মহিলারা প্রশিক্ষণের তথ্য নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, আইনী পরামর্শ নিয়ে সহযোগিতা পেয়েছেন, আবার কেউ অনলাইন আবেদন করেছেন, কেউ বা বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস, উচ্চতা ওজন মাপতে পারছেন।
"তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন" প্রকল্পের আওতায় এই ১২০তম উঠান বৈঠক নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করছি। তারা এখানে এসে আজানা বিষয়গুলো জানতে ও বুঝতে পারছে এধরণের উঠান বৈঠকের মাধ্যমে।
বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কল্লোল বড়ুয়া বলেন,এই সকল সেবাগ্রহীতাগণ উপজেলা তথ্যকেন্দ্র থেকে বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন। শুধু তাই নয় সবাইকে গৃহপালিত হাঁস,মুরগি,গরু ছাগল থেকে শুরুকরে যে কোনো প্রাণির রোগ প্রতিরোধে সরাসরি উপজেলা প্রাণিসম্পদ অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউল কাদের বলেন, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে নারীদের আরও সাহসী ও ক্ষমতাবান করে তুলবে বলে আশা করা যাচ্ছে। অংশগ্রহণকারীরা এই বৈঠকের মাধ্যমে নতুন দিকনির্দেশনা পেয়েছেন এবং তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হয়েছেন। আমরা যতটুকু সম্ভব এ উঠান বৈঠকের মাধ্যমে উপস্থিত নারীদের পরামর্শ দেয়া হয়েছে। আশাকরি তারা বুঝতে পেরেছেন।অন্যদিকে সীতাকুণ্ড গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোহছেনা মিনা নারীদের জন্য গ্রাম আদালতের কার্যকারিতা কথা তুলে ধরেন। তিনি বিভিন্নভাবে দিক নির্দেশনা দেন নারীদের।তারা যেন কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয়।
সে বিষয়ে ধারণা দেন তিনি। শেষে অনুষ্ঠানের সভাপতি তথ্যসেবা কর্মকর্তা এই কার্যক্রমের সাফল্য তুলে ধরে বলেন ২০১৯ এর মে থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট সেবা গ্রহীতা ৩২৬১১ জন মহিলা।
যার মধ্যে ১২০টি উঠান বৈঠকে সর্বমোট সেবাগ্রহীতা ৫৮৮৫ জন নারী, তথ্যকেন্দ্রে সেবাগ্রহীতা ২৪৯১ জন নারী, ডোরটুডোর সেবায় ২৫৯৫৮ জন নারী সেবাগ্রহীতা। এই সকল সেবাগ্রহীতাগণ উপজেলা তথ্যকেন্দ্র থেকে বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন।