বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চৌদ্দগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে ও বর্ণাঢ্য র‌্যালী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১২:৫৪
চৌদ্দগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে ও বর্ণাঢ্য র‌্যালী
ছবি: যায়যায়দিন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

বৃহস্পতিবার(১ মে) সকালে চৌদ্দগ্রাম বাজারের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু তৈয়ব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।

পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুছ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারী শহীদ উল্যাহ, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আরিফুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইটি সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী এমরান হোসেন ভুইঁয়া মাসুদ, কনকাপৈত ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ মজুমদার।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে