বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৩:০৯
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত।

তাছাড়া সকল শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে সাড়া বাজার প্রদক্ষিণ করেছে।

শ্রমিক মালিক ভাই ভাই একসাথে চলতে চাই,এই স্লোগানকে সামনে রেখে ১ মে, বৃহস্পতিবার সকাল ১১ টার সময়, মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও সেফটি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও বাজার শ্রমিক সমবায় সমিতি'র উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় র‍্যালিতে অংশ গ্রহন করেন, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত,যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল হক বেনু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সুহেল, শ্রমিক নেতা মোঃ কামাল হোসেন,বীর মুক্তিযুদ্ধা ইউনুস মিয়া প্রমুখ। র‍্যালি শেষে আলোচনা সভায় শ্রমিকের কাজের সময়সীমা নির্ধারণ ও ন্যায্য মজুরি দেওয়ার দাবি আদায়ের লক্ষ্য বক্তব্য রাখেন, ওসি মোঃ সজীব রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, শ্রমিক নেতা মোঃ কামাল হোসেন প্রমুখ। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়, দিনমজুর শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ নেওয়ারও কথা বলেন ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে