সংসদীয় আসন ১৬১, নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অধ্যক্ষ রাবেয়া আলী ও সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলীর পুত্র। সভায় শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং প্রস্তাবনার সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশ নিতে চাই। আমার লক্ষ্য পূর্বধলার মানুষের সেবা করা।’ মতবিনিময় সভায় পূর্বধলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় উপজেলার উন্নয়ন, পূর্বধলা পৌরসভার পুনবহালের দাবী, রাজনৈতিক পরিস্থিতি ও সাংবাদিকদের ভূমিকার নানা দিক উঠে আসে ।
সভায় সভাপতিত্ব করেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন। সঞ্চালনায় ছিলেন পূর্বধলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপিত লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়োব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আশরাফ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ প্রমুখ। সভা শেষে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পূর্বধলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাংবাদিক ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য, জাকির আহমদ খান কামাল, এমদাদুল ইসলাম, সাকিব আব্দুল্লাহ, নূর উদ্দিন মন্ডল দুলাল, হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ, শফিকুল ইসলাম. ওয়াসিম সরকার, নাহিদ আলম, জিয়াউর রহমানসহ অন্যান্য গণমাধ্যক কর্মীবৃন্দ।
যাযাদি/ এস