বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে ভরপাশায় বিভিন্ন বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৩:৪৯
বাকেরগঞ্জে ভরপাশায় বিভিন্ন বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ছবি: যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

গতকাল ৩০/০৪ ২০২৫ ইং রোজ বুধবার ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে ভরপাশা ইউনিয়নের প্রাণকেন্দ্র অবস্থিত দুইটি বিদ্যালয়ে ও একটি মসজিদে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে, এই চুরির ঘটনায় বিদ্যালয়গুলোতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণ।

কিছুদিন আগে দুধলমৌ খানখা শরীফ সংলগ্ন জামে মসজিদেও রাতের আঁধারে চুরি সংঘটিত হয়েছে। ১০৬ নং দুধলমৌ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্ৰীন গার্ডেন শিশু একাডেমী বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টের, সাউন্ড সিস্টেম ও নগদ টাকা নিয়ে যায় চোর চক্র। এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, সাধারণ মানুষের দাবী দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশের এস আই রিয়াজ উদ্দিন ও সঙ্গীও পুলিশ সদস্যগণ।ও জাতীয়তাবাদী দল বিএনপি নেতা গাজী জিয়াউদ্দিন চুন্নু, সাবেক সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, সহ স্থানীয় সাধারণ মানুষ।

চুরি সংঘটিত হওয়ার বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম যায়যায়দিন কে জানান আমরা বিদ্যালয়গুলোতে চুরির ঘটনা জানতে পেরেছি, এবং তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে