নওগাঁর মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার (কে.টি) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি’র সদস্য শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল,সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে এম নাজমুল হক নাজু,যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,
আবুল কালাম আজাদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম এবং মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।