রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

তুহিনের মুক্তির দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০৩ মে ২০২৫, ২০:১৫
তুহিনের মুক্তির দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানববন্ধন
ছবি: যায়যায়দিন

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের কৃত দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পৌর শাখা।

অলকেশ ভৌমিক ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সভাপতি আখম আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সভাপতি মাহাবুব উর রহমান, পৌর বিএনপি'র সদস্য সচিব ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা সদস্য সচিব প্রবীর কুমার দে মিঠু, পৌর যুগ্ন আহবায়ক স্বাধীন ঘোষ, পৌর সদস্য সচিব সত্যেন রায়, যুগ্ন আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক সুজন সরকার, সদর উপজেলা যুগ্ন আহবায়ক রণজিৎ রায়, পৌর যুগ্ন আহবায়ক রবিদে।

জেলা সদস্য নারায়ণ রায়, জয়দেব রায়। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে অনতিবিলম্বে প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মুক্তি না দিলে নীলফামারী থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে