চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রতীর থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা সবাই নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ৩৫ জনের মধ্যে ১৯ জন শিশু। তারা সবাই নোয়াখালীর ভাসানচরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গত (শুক্রবার) রাতে অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নেয়।
আটকের পর তাদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক হওয়া রোহিঙ্গারা পতেঙ্গা থানা চত্বরে সাংবাদিকদের বলেন, তারা কয়েকটি পরিবারের সদস্য। ভাসানচরে তাদের ‘সুযোগ-সুবিধা’ কম থাকায় এবং ‘আয় রোজগারের পথ’ না থাকায় দালালের মাধ্যমে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উখিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন। এজন্য দালালদের মাথাপিছু তিন থেকে চার হাজার টাকা করে দেওয়ার দাবি করেন আটক রোহিঙ্গারা।