রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম থেকে ৪১৯ হাজি নিয়ে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

চট্টগ্রাম ব্যুরো
  ০৩ মে ২০২৫, ২১:৩৩
চট্টগ্রাম থেকে ৪১৯ হাজি নিয়ে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট
ছবি: যায়যায়দিন

৪১৮ হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫ টায় শাহ আমানত থেকে হজযাত্রী নিয়ে উড্ডয়ন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৩৭।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আল মামুন ফারুক, এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে যাত্রার উদ্দেশ্যে সাড়ে ৬ হাজারের ওপর হজযাত্রী রেজিস্ট্রশন করেছে। আজকে যাত্রা করা প্রথম ফ্লাইটে ৪১৯ জন যাত্রী রয়েছেন। চট্টগ্রামে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ জুন।

এর আগে দুপুরে প্রধান অতিথি হিসেবে হজ ফ্লাইটের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর ও বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

এসময় হজযাত্রীদের মধ্যে মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করা হয়। তাদের সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন হজযাত্রীরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন সেগুলোর বিষয়ে সংক্ষিপ্ত তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে তাদের পরামর্শ দেন। মেয়র তাদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে