চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬মে বিকেলে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা নিউমার্কেট এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা গেটের প্রধান ফটকে এসে মিছিলটি শেষ হয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ৬ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও দেশে ফিরেছেন।