বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৪:৫৪
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বওে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন উপকার ভোগী পরিবারকে মধ্যে এই বকনা গরু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, ভেটেরিনারী সার্জন সজীব হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, পৌর বিএনপির সাধারণ সম্পদক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ।

উপজেলার সাতটি ইউনিয়নের ৭০টি পরিবারকে ৭০টি বকনা গরুসহ গো-খাদ্য ও গরু রাখার উপকরণ বিতরণ করা হয়।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে