চট্টগ্রাম র্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭ তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।
নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে-আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অডিনেট করে।'
জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র্যাবে পাঠানো হয়।
এদিকে র্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ' পারিবারিক ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে।