বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাংশায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৬:৪৩
পাংশায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবি
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানি মুলক হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পাংশা বাজারের কালিবাড়ি মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন অংশ নেন।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল,যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী খান প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবী করেন।

এর আগে নেতাকর্মীরা উপজেলার ও পৌরসভা বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।

প্রসঙ্গত, গত ৩ মে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তর পাট্টা গ্রামে রাশিদুল নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম ও পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমন সহ ২৭ জনের নাম উল্লখ্য করে হত্যা মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে