স্টাফ রিপোর্টার, মাদারীপুর
দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ‘আজকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনায় সারা বাংলাদেশে একযোগে বিআরটিএর কার্যালয়ে অভিযান পরিচালনার সুবাদে দুদক মাদারীপুর ডিডি মহোদয়ের দিক নির্দেশনায় মাদারীপুর বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করছি। মূলত: কিছুদিন আগে ঘুষ গ্রহণের একটা ভিডিও ভাইরাল হয়। এটা অত্যন্ত দু:খজনক। দুর্নীতি দমন কমিশন নিজস্ব ক্ষমতা বলে অভিযান পরিচালনার জন্য অনুমতি দেয়। ইতোমধ্যে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অবস্থান কর্মসুচি পালন করে। এখানে কর্মরত তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ ওঠে। আমরা আজ সরেজমিনে পরিদর্শন করেছি। প্রত্যেকটা বিষয়ে আমরা নজরদারী করেছি এবং ডকুমেন্ট সংগ্রহ করেছি। আমরা এগুলো পর্যালোচনা করে তার সত্যতা পাওয়া মাত্র আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠাবো এবং আজ আমরা এই তিনজনকেই অফিসে অনুপস্থিত পেয়েছি, এটাও আমরা প্রতিবেদন আকারে কমিশনে পাঠাবো।’
অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে অফিস সংলগ্ন দুইটি কম্পিউটারের দোকানে দুদক জিজ্ঞাসাবাদ করে। এসময় রঞ্জু নামে এক কম্পিউটার দোকানদার তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেন।
সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান আরো বলেন, ‘সেবার ক্ষেত্রে যেখানে অনিয়ম-দুর্নীতি হবে আপনারা দুর্নীতি দমন কমিশনকে এ সব তথ্য দিয়ে সহায়তা করবেন। যেখানেই অনিয়ম দুর্নীতি, সেখানেই দুদক।