গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছাইদুর রহমান শাহীন মোড়লকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ২ মামলা মামলা রয়েছে।
বুধবার (৭ মে) দুপুরের দিকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জয়নাল আবেদীন মন্ডল।
আটক ছাইদুর রহমান শাহীন মোড়ল (৫০) উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামের মৃত জয়নাল হাজীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন,' তিনি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৫ তারিখের পর থেকেই তিনি প্রকাশ্যে চলাফেরা কম করতেন। আজকে তিনি পরিষদ চত্বরে অবস্থান করছেন এমন খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।'
তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এমন প্রশ্নের উত্তরে ওসি বলেন,' আমরা মাত্রই তাকে থানায় আনলাম। মামলা তল্লাশি করে পরে জানাতে পারবো।'
স্থানীয় একাধিক সুত্র জানায়,' শাহীন মোড়ল গত ৫ তারিখের পর থেকেই কম সময়ের জন্য হলেও মাঝেমধ্যে অফিস করতেন এবং নানা সামাজিক অনুষ্ঠানেও দাওয়াতে যেতেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও স্থানীয় কয়েকজন বিএনপি নেতার শেল্টারে এতোদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি ছাড়াও রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ ও প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। অন্যরা পালিয়ে বেড়াচ্ছেন।