নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের কনুইয়ের নিচে থেকে কাটা বাম হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে শহরতলীর দত্তপাড়া নারদ নদের ওপরে ব্রিজের পাশে মহাসড়ক থেকে এই হাত উদ্ধার করা হয়।
পরে পলিথিনে মোড়ানো এই কাটা হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা হাতটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি কোন বয়স্ক মানুষের হাত বলে ধারণা করা হচ্ছে।
কাটা হাতটি কে বা কারা ফেলে দিয়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।