শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ২০:৫২
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জ্বলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জলাবদ্ধতা দুর করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীর দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে মুসলিমনগর নয়াবাজার চার রাস্তার মোড়ে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন পালন করেন।

এদিকে মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা লাঘবের লক্ষ্যে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিমনগর নয়াবাজার এলাকা একটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় লোকজন ছাড়াও এই এলাকায় দেশের ৬৪ জেলার কয়েক হাজার লোক বসবাস করেন। বিসিক শিল্পনগরীর পাশ্ববর্তী এলাকা হিসেবে নয়াবাজার এলাকার এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত করে থাকে। কিন্তু জলাবদ্ধতার কারণে পানি ভেঙ্গে চলাচল করতে বাধ্য হচ্ছে। হাজার হাজার নারী-পুরুষের শ্রমিকরা ময়লা পানি ভেঙ্গে কর্মস্থলে যেতে হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে অনেক বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এমনকি ব্যবসায়ীরাও পড়েছে বিপাকে। রাস্তায় পানি জমে থাকায় তাদের ব্যবসা ধ্বস নেমেছে। এছাড়াও রাস্তায় জমে থাকা ময়লা পানির কারণে মুসল্লীরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না।

মানববন্ধনে মহানগর জামায়াতে আমির আবদুল জব্বার বলেন, দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। তিনি আরো বলেন আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন, স্থানীয় মফিজুল ইসলাম স্বপন, সালেহ আহমদ, মোক্তার হোসেন, ডাক্তার আবুল হোসেন, আক্তার মুন্সি, মহিউদ্দিন, আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে