শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় অনুর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত ওই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণী সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক মো. রফিক মজিদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মণি।
ওইসময় অন্যান্যের মধ্যে জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভীসহ ক্রীড়া সংগঠকবৃন্দ, সাবেক খেলোয়াড়বৃন্দ, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাধন বসাক, মো. মজিবুর রহমান, এসএম শেখ মো. হিমন ও আবু রাসেল রাজন।
জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ৬-৮ জন সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে।