শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লাভু গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৯:০১
হাটহাজারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান লাভু গ্রেপ্তার
মো. নুরুল আহসান লাভু (৫০)

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌর এলাকার নিজ বাসা থেকে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, এক সময়ের বিএনপি নেতা হিসেবে পরিচিত থাকলেও ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাজনীতি থেকে দুরে অনেকটা সরে আসলেও সাবেক এমপি জাতীয় পার্টি নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্টজন হিসেবে পরিচিতি লাভ করেন। তবে সমর্থকদের দাবি জনপ্রতিনিধি থাকলে এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় এমপি'র সাথে যে কারো সম্পর্ক গড়ে তুলতে হয়। অপরদিকে বিএনপি'র অপর একটি গ্রুফের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল তৎকালিন আওয়ামী সরকারের পক্ষে। সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদদ জুগিয়েছে আন্দোলনকৃত ছাত্রদের বিপক্ষে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (আজ) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে