শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ০৯:২৬
তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন জিন্নাহ কবির
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য এস.এ জিন্নাহ কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূন:প্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম-গঞ্জে, হাটবাজারে,মতবিনিময় সভা ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।

শুক্রবার ও বৃহস্পতিবার এবং বুধবার, মানিকগঞ্জের শিবালয়-দৌলতপুর-ঘিওর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে বিগত ১৭ বছর তৃর্ণমুলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবীতে গত দেড় দশক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস. এ জিন্নাহ কবিরের নেতৃত্বে দৌলতপুর-ঘিওর ও শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বঃতফূর্ত ভাবে অংশ গ্রহন করেছেন। রাজধানীর নয়াপল্টন্থ দলীয় কার্যালয়সহ মানিকগঞ্জ জেলা বিএনপির ঘোষিত কর্মসূচী পালনে নেতৃত্ব দেয়ায় এস.এ জিন্নাহ কবীরসহ নেতাকর্মীরা একাধিক বার আওয়ামী সন্ত্রাসী হামলা শিকার ও তার গাড়ী ভাংচুর করেছে ও তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকার মানিকগঞ্জ সদর থানায় ১০/১৫ টি মামলা করেছে। বিগত দেড় দশক স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সফল ভাবে নেতৃত্ব দেয়ায় দৌলতপুর-ঘিওর শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবীর তৃণমূলে বিএনপি নেতাকর্মীদের আস্থার প্রতিক হয়ে উঠেছেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির সভাপতি/সম্পাদকসহ সিংহ ভাগ নেতাকর্মীরা তার সাথে রয়েছেন। নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি । তার জনপ্রিয়তায় ইশ^ানিত হয়ে গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে যাদের দেখা যায়নি। তারা ওই সময়ে বিদেশে আরাম আয়েশ করেছে ও আওয়ামীলীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছেন । গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করার পায়তারা শুরু করেছে ।

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে দীর্ঘ রাজনৈতিক সময়ের মধ্যে মানিকগঞ্জ জেলা জাগো দলের প্রতিষ্ঠাতা সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা জাসাসের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির দুই বারের সাবেক সম্মানিত সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭৫ পরবর্তী বাকশাল বিরোধী আন্দোলন, সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে মাঠে ছিলেন।

তিনি বিগত ১৫-১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন। তিনি । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৌলতপুর-ঘিওর-শিবালয় উপজেলায় বিভিন্ন সময় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদান করেছেন।

উল্লেখ্য,জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবির মানিকগঞ্জ-১ ঘিওর-দৌলতপুর-শিবালয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

এসময় বিভিন্ন গণসংযোগে উপস্থিত ছিলেন,সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড: মাসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী ,সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, ঘিওর উপজেলা যুবদলের মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব ছানোয়ার সাইফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শওকত আলী, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আলামিন, সদস্য সচিব রাজিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হুমায়ন আহম্মেদ এলিটসহ তিন উপজেলার ২২টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি/সম্পাদকগণ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে