বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ভারত–পাকিস্তানের বন্দিবিনিময়

যাযাদি ডেস্ক
  ১৪ মে ২০২৫, ১৬:০৭
ভারত–পাকিস্তানের বন্দিবিনিময়
ফাইল ছবি

আজ বুধবার একজন করে বন্দী বিনিময় করেছে পাকিস্তান ও ভারত।

দুজনই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য। আটারি–ওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে এই বন্দী বিনিময় হয়েছে।

1

পাকিস্তানের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পূর্ণম কুমার শ–কে সকালে ভারতের কাছে হস্তান্তর করে।

পূর্ণম কুমার গত ২৩ এপ্রিল অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বিএসএফ জানিয়েছে, ‘পূর্ণম কুমার ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন।

আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাঞ্জাবের অমৃতসরের আটারি যৌথ চেকপোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

উভয় দেশের নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

৪০ বছর বয়সী পূর্ণম কুমার ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পরদিন সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে যান।

অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মুহাম্মদ উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত।

হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও দুই দেশের রীতি মেনে হয়েছে বলে দুই দেশের গণমাধ্যমই খবর প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে