বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পাংশার দত্তের হাট এলাকা পরিদর্শন ও মতবিনিময় করলেন ইউএনও

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১১:০৮
পাংশার দত্তের হাট এলাকা পরিদর্শন ও মতবিনিময় করলেন ইউএনও
ছবি : যায়যায়দিন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট বাবুপাড়া ও শরিসা ইউনিয়নের সীমান্ত এলাকায় দত্তের হাট পরিদর্শন ও মতবিনিয়ম সভা করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। রোববার বিকালে ওই হাটের বিভিন্ন জায়গা ঘরে দেখেন পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, বাজার লাগাতে হলে কিছু নিয়ম মেনে করতে হবে, রাস্তার উপর হাট লাগানো যাবে না, যাতে করে জনদূর্ভোগের সৃষ্টি হয়। এ স্থানের বাজারের প্রয়োজনীয়তা রয়েছে যাতে করে স্থানীয় কৃষকগন তাদের উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করতে পারে সাথে যেন সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারেও সজাগ থাকতে হবে।

1

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বলেন, এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে এখানে বাজার গড়ে উঠেছে, এটা শত বছরের পুরোনো হাট দীর্ঘদিন ধরে এখানে বাজার বসছে সম্প্রতি আমরা চেষ্টা করছি এটা যেন আধুনিক মানের বাজার হয়, এলাকার মানুষ মৌসুমী ফসল এখানে ক্রয়-বিক্রয় করতে পারে আমরা শুধু সে ব্যবস্থা করছি, এ বাজারে ঘাস জমি রয়েছে আমরা চাই উপজেলা নির্বাহী অফিসার স্যারের সার্বিক দিক নির্দেশনায় এখানে সুন্দর একটা বাজার বসবে।

এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন উদয়ন যুব সংঘ ও পাঠাগারের উপদেষ্টা পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডল, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, উদয়ন যুব সংঘ ও পাঠাগারের সভাপতি তুহিন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল, মৌরাট ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদ হোসেন, মৌরাট ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, উদয়ন যুব সংঘ ও পাঠাগারের কোষাধ্যক্ষ পাংশা মহিলা কলেজের প্রভাষক আব্দুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক বাদশা প্রামানিক, দপ্তর সম্পাদক সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতি মধ্যে দত্তের বাজার এলাকার মানুষের নিকট পরিচিতি পেয়েছে দূর থেকে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন পেয়াজসহ বিভিন্ন পন্য ক্রয় করছেন। এ বিষয়ে দত্তের হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল বলেন আমরা চেষ্ঠা করছি আমাদের নতুন বাজারে বিভিন্ন এলাকার মানুষ তাদের পণ্য নিয়ে আসছে আমরা চেষ্ঠা করছি তাদের ন্যায্য দাম দিয়ে ব্যবসায়ীদের সম্মান আর নিরাপত্তা বজায় রেখে হাট পরিচালনা করে যাওয়ার চেষ্ঠায় রয়েছি, আমরা আশা করছি বাজার টা সুন্দর ভাবে পরিচালিত হবে।

যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ী নিয়ে আসা যায় সড়ক পথে রাস্তা ভাল থাকায় বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসছেন। এ বাজারে ৪২ কেজিতে পেয়াজের মন, কোন খাজনা দিতে হয় না তাই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন, কৃষক তার ন্যায্য মূল্য পেয়ে খুশি হচ্ছে। সার্বিক নিরাপপ্তা থাকায় সকলেই খুশি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে