মানিকগঞ্জের শিবালয়ের ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাতে অসময়ে ভাঙন শুরু হয়েছে।
এতে, তেওতা জমিদার বাড়ি, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, তেওতা বাজার, তেওতা একাডেমী ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সরকারি স্থাপনাসহ বসতবাড়ি-ঘর ভাঙনের হুমকির মুখে পড়েছে।
এমতাবস্থায় যমুনা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন থেকে তারা নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনরোধে অতিদ্রুত স্থায়ী বড়িবাঁধ নির্মাণের জন্য জোড় দাবি জানান।সোমবার (১২ মে) দুপুরে উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর তেওতা এলাকার যমুনা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, যমুনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে মাটি কাটার কারনে অসময়ে এ ভাঙন দেখা দিয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যমুনা নদীর মাঝে কাটার বসিয়ে অবৈধভাবে বালুমাটি কাটা হতো।
এর প্রভাবেই অসময়ে নদী ভাঙন দেখা দেয়। যমুনায় পানি বৃদ্ধি ও হ্রাস পেলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করে।
যমুনার ভাঙনে বিগত এক বছরে কৃষকের শত-শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
এ ভাবে ভাঙন অব্যাহত থাকলে আরও ফসলি জমিসহ বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।এ সময় তোজাম্মেল হক তোজা বলেন, যমুনা নদীর অব্যাহত ভাঙনে তেওতা ইউনিয়নের বহু পরিবার ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
এ ভাঙন রোধে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জিও ব্যাগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন র্বোডসহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ ছাড়া, নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাধ নির্মাণের জোড় দাবি জানান বিএনপির'র এই নেতা।যাযাদি/এল