নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়িতে নির্মাণ সামগ্রী রাখাকে কেন্দ্র করে এক প্রবাসী ও তার ছোট ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনের (৩৬) ছোট ভাই নুর হোসেনকে (৩৪) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে, ওইদিন সকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের এমরাত আলী সারেং বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন জানান, এক বছর আগে বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন তিনি।
তিন মাস থেকে প্রতিপক্ষ মোশাহিদুর রহমান মিলন এ কাজে বাধা দিচ্ছেন।
তিনি বলেন, কাজ করতে না পারায় সিমেন্টগুলো তার বোনের বাড়িতে পাঠানোর জন্য সোমবার সকালে বাড়ির উঠানে একটি ট্রাক্টর আনেন। ট্রাক্টর দেখে প্রতিপক্ষের লোকজন তাকে গালামন্দ শুরু করে। এরপর ট্রাক্টরে সিমেন্ট ওঠাতে বাধা দেয়।
একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষরা তার ও তার পরিবারেরর ওপর হামলা চালায়।
মোশাহিদুর রহমান মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ও আমার পরিবারের কেউ হামলার সঙ্গে জড়িত নই। আমি পেশায় একজন শিক্ষক, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি স্থানীয়ভাবেও মীমাংসার চেষ্টা চলছে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।যাযাদি/এল