বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পায়ের চোট নিয়ে মাঠ চাড়লেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ১৮:৫০
পায়ের চোট নিয়ে মাঠ চাড়লেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়লেন মুস্তাফিজুর রহমান! কলম্বোয় লংকানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের ৪২তম ওভারে বল হাতে নিতেই পায়ে টান লেগেছে তার। পায়ের এই চোট নিয়ে মাঠ ছেড়েছেন কাটার মাস্টার।

বাঁহাতি পেসার মুস্তাফিজ নিজের প্রথম ৬ ওভারে বেশ ভালো বোলিং করেছেন। উইকেট না পেলেও একটি মেইডেনহ দিয়েছেন মোটে ২৪ রান।

বাকি চার ওভার শেষ করতে ইনিংসের ৪২তম ওভারে মুস্তাফিজকে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু এবার একটি ডেলিভারিও করতে পারেননি। বল হাতে নিয়ে দৌড় শুরু করতেই পায়ে টান লেগে খোঁড়াতে থাকেন কাটার মাস্টার। মাঠ ছেড়েছেন সঙ্গে সঙ্গেই।

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্থাফিজের চোট কতটা গুরুতর, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আজ বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে তিনি আর বল করতে পারবেন না বলেই মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে