বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি নেতার কারখানায় ডাকাতি, আটক ৯ 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৯:৪৩
বিএনপি নেতার কারখানায় ডাকাতি, আটক ৯ 
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে অবস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

1
বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন।

পুলিশ সুপার জানান, গত ৩ মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত ‘আনাম গ্রীন ফুয়েল এনার্জি রিসোর্স’ নামক ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কারখানার নিরাপত্তা ইনচার্জ তাজুল ইসলাম মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার (১৩ মে) আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, ২৫০ কেভি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, ১৬ ফিট মেইন তামার তার, ২০ ফিট জেনারেটরের তামার তার, ১২ ভোল্টের ব্যাটারি এবং ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে